৩ প্রকল্পে ৬৩ কোটি ডলার দিচ্ছে এডিবি

২৬ ডিসেম্বর ২০২২

দেশের চলমান তিন প্রকল্পে অর্থায়নের জন্য প্রায় ৬৩ কোটি ডলার ঋণ ও অনুদান দিচ্ছে সংস্থাটি। সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানী ঢাকার এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তি সই করেছে এডিবি ও সরকারের মধ্যে। এডিবির ঢাকা অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকল্পগুলো তিনটি হলো- থার্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, গাজীপুরের বিআরটি প্রকল্প এবং উপকূলীয় শহরের জলবায়ু নিরোধ শীর্ষক প্রকল্প।

প্রাপ্ত তথ্য বলছে, ঋণের মধ্যে কনসেশনাল ঋণের সুদ ২ শতাংশ। রেগুলার ঋণের সুদ সিকিউরড অভারনাইট ফাইন্যান্সিং রেটসহ যোগ হবে দশমিক ৫০ শতাংশ। রেগুলার ঋণের ক্ষেত্রে দশমিক ১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম ও অব্যয়িত অর্থের ওপর দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ প্রযোজ্য হবে। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর