সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ ঠেকাতে সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালাতে অভিভাবক, শিক্ষক ও আলেমসহ সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের ধরনও বদলে গেছে। কোনও বাচ্চা যেন জঙ্গিবাদে না জড়াতে পারে, সে জন্য আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে।
সোমবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) ৫৯তম বার্ষিক কাউন্সিলে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ কাউন্সিল হয়।
সন্ত্রাসবাদ ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় থাকা সব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তার সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছে। সন্ত্রাসবাদবিরোধী মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে যারা সন্ত্রাসবাদে জড়িয়েছে, তারা আর এ অপরাধে নিজেদের জড়াবে না। তিনি বলেন,এখন প্রযুক্তি ব্যবহার করে অপরাধ করা হয়। সাইবার অপরাধ ঠেকাতে তার সরকার একটি আইন করেছে। এ আইনটি নিয়ে সমালোচনা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে- যেভাবে সাইবার অপরাধ বাড়ছে, তাতে এটাকে ঠেকাতে এ আইন জরুরি।
শেখ হাসিনা বলেন- দেশের মানুষ যেন অন্তত আইনের শাসন ও সঠিক বিচার পায়, তার জন্য জুডিশিয়াল সার্ভিসে যা যা করণীয় তা করে দেবে তার সরকার। বিশ্বের কাছে মাথা উঁচু করে চলবে বাঙালি। কারও কাছে হাত পেতে মাথা নত করবে না- যোগ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ২০৪১ সাল নাগাদ একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন। সূত্র- বাসস
এমকে