বৃষ্টি হতে পারে চার বিভাগে

২৭ ডিসেম্বর ২০২২

দেশের চার বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে মঙ্গলবার  (২৭ ডিসেম্বর) এ কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগ চারটি হচ্ছে- ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট।

আবহাওয়া অধিদপ্তর  জানায়, ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর