কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলা জেলার উপশহরের বাংলাবাজার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের টর্নি বাড়ির পাশের জঙ্গলে লাল ইটের নিখুঁত গাঁথুনিতে প্রতিষ্ঠিত একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। পোড়া ইট, বালি, চুন, চুরকি দিয়ে নির্মিত মসজিদটি সুলতানি আমলের ৫শ’ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। জঙ্গলের ঝোপঝাড় পরিষ্কার করার সময় সন্ধান মেলে মসজিদটির।
বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদের বিষয়টি ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে ভোলার পুলিশ সুপারের। পুরো ঘটনা জানতে ঘটনাস্থেলে ছুটে যান তিনি।
এদিকে পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে ৫শ’ বছরের পুরোনো মসজিদটি নিয়ে। এখানে ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সব রকম পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে মসজিদটির পলেস্তার ইতোমধ্যেই খসে পড়েছে। মসজিদটি নিয়ে এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে একটা কৌতুহল তৈরি হয়েছে। এটাকে পর্যটন হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
কামরুজ্জামান শাহীন/এমকে