মৃত্যু নেই, শনাক্ত ১৫

২৭ ডিসেম্বর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছে ১৫   জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৯৬ জন। মঙ্গলবার ( ২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৯। তিন হাজার ৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন ও পুরানো মিলে পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৭৭টি নমুনা । নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৪৪৭ জন, মারা গেছেন ২৯ হাজার ৪৩৯ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৩৪৪টি। শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৩। 

এমকে

 


মন্তব্য
জেলার খবর