রাজধানী ঢাকায় বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন হচ্ছে আজ ২৮ ডিসেম্বর (সোমবার), উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মমাফিক টিকিট কেটে বিদ্যুৎচালিত এ উড়াল ট্রেনে নিজেও ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী। এদিকে মেট্রোরেল উদ্বোধন ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে দেওয়া হয়েছে সাত দফা নির্দেশনা, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
প্রথম পর্যায়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত রুটে এ ট্রেন চলাচল করবে। এ পথের দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার। উদ্বোধনের দিনই এ দুটি স্টেশন খুলে দেওয়া হবে। এ অংশের বাকি সাত স্টেশন পর্যায়ক্রমে ধাপে ধাপে খুলে দেওয়া হবে। যাত্রীদের চাহিদা বিবেচনা করে ট্রেনের শিডিউল নির্ধারণ হবে। উদ্বোধনের পরদিন থেকেই যাত্রী বহন করবে ট্রেন, সকাল ও বিকাল ২ ঘণ্টা করে চলবে।
এদিকে যাত্রীদের স্টেশনে পৌঁছে দিতে সরকারের পরিবহণ সংস্থা বিআরটিসির পক্ষ থেকে বিশেষ বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে । বেশ কিছু দ্বিতল বাস চালু করবে তারা।
মেট্রোরেল ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। ভাড়া পড়বে প্রতি কিলোমিটার ৫ টাকা, সর্বনিম্ন ২০ টাকা। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যেতে সময় লাগবে ২০ মিনিট। পুরোদমে চালু হলে সময় কমে আসবে ১৬-১৭ মিনিটে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।
এ ট্রেনে যাতায়াতের জন্য কার্ডের ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে- স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল) কার্ড। স্টেশন থেকেই এ কার্ড কিনতে হবে। পরে পর্যায়ক্রমে স্টেশনের বাইরে কার্ড বিক্রির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে লাগবে ২০০ টাকা। যাতায়াতের জন্য এ কার্ডে প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে। টিকিট কাটতে হবে টিকিট বিক্রয় মেশিনের মাধ্যমে। এক যাত্রায় একজন যাত্রী একবারে পাঁচটির বেশি টিকিট কাটতে পারবে না। মেশিনে সর্বনিম্ন ২০ টাকা আর সর্বোচ্চ ১ হাজার টাকা প্রবেশ করানো যাবে। স্থায়ী কার্ড পেতে ডিএমটিসিএলের ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিংক দেওয়া হবে।
ওদিকে ডিএমপির সাত নির্দেশনায় বলা হয়েছে- মেট্রোরেলের আশপাশে সুউচ্চ ভবনগুলোতে ২৮ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত ছাদে ওঠা যাবে না, বেলকনিতে থাকা যাবে না। এমনকি ছাদে কোনও কাপড়ও শুকাতে দেওয়া যাবে না। কারও কাছে বৈধ অস্ত্র থাকলে থানায় জমা দিতে হবে। সংশ্লিষ্ট এলাকায় কোনও অফিস, দোকান বা রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না। ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়াও ওঠানো যাবে না। মেট্রোরেলের পাশে কোনও ছবি কিংবা ফেস্টুন লাগানো যাবে না।
এমকে