বহিরাগতদের হাতে বিয়ে বাড়ির লোকজন লাঞ্ছিত, খ্রিস্টান সম্প্রদায়ে ক্ষোভ

২৭ ডিসেম্বর ২০২২


চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বহিরাগতদের হাতে খ্রিস্টান সম্প্রদায়ের এক ব্যক্তির বিয়ে বাড়ির লোকজন লাঞ্ছিত হয়েছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সোমবার মধ্যরাতের কাছাকাছি সময়ে ও মঙ্গলবার সকাল মিলে দু’দফায় মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে এমন ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে ঘটনার পরে মঙ্গলবার বিকালে মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও কার্যনির্বাহী এক সদস্যকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গ্রামটির বাসিন্দা সুবল গমেজের ছেলে সনি গমেজের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল সোমবার। এ উপলক্ষ্যে আয়োজন চলাকালে রাত ১১টার দিকে বহিরাগত বেশ কয়েকজন লোক সুবল গমেজের বাড়িতে যায়। তারা সুবল গমেজের এলাকারই বাসিন্দা। সেখানে তারা আগ বাড়িয়ে নাচানাচির চেষ্টা করলে বাধা দেয় বিয়ে বাড়ির লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হট্টগোল বেধে যায়। পরে প্রতিবেশিরা এগিয়ে এলে সেখান থেকে সটকে পড়ে তারা। এর জের ধরে মঙ্গলবার সকালে স্থানীয় গীর্জায় যাওয়ার পথে বর ও কনেসহ বিয়ে বাড়ির একাধিক নারী ও পুরুষকে লাঞ্ছিত করে তারা। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সটকে পরে লাঞ্ছিতকারীরা। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করলেও এ ঘটনায় জড়িত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর