রংপুর সিটি নির্বাচন, বিপুল ভোটে জয়ী জাপা প্রার্থী মোস্তাফা

২৮ ডিসেম্বর ২০২২

টানা দ্বিতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী (জাপা) মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। ২২৯টি কেন্দ্রে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি মোট ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন।

 

মোস্তফা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হজার ৮শ’ ৯২ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

 

রাত ১২টার পর রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বেসরকারিভাবে মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিত ঘোষণার পর জাতীয় পার্টির নেতাকর্মী ও মোস্তফার সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ উল্লাস করেন।

 

এ বিজয়কে সকল নগরবাসীর বলে মন্তব্য করেছেন  মোস্তাফিজার রহমান। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


মন্তব্য
জেলার খবর