বিনা অভিজ্ঞতায় আজকেরডিলে চাকরি

২৮ ডিসেম্বর ২০২২

ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান আজকেরডিল ডটকম জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুনরা আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটিতে ‘অপারেশন এক্সিকিউটিভ ’ পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ জানুয়ারি, ২০২২।

 

কর্মস্থল: ফুলফিলমেন্ট ডিপার্টমেন্ট (মহাখালী - বাড্ডা)।

 

আবেদন করতে যে যোগ্যতা লাগবে:

ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। গভীর রাতে কাজ করতে না পারলে আবেদন না করতে বলা হয়েছে। কম্পিউটার পরিচালনায় যে দক্ষতা- এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট, ইমেইল। অভিজ্ঞ (পূরণ/অপারেশন, কুরিয়ার কোম্পানি বা যেকোনো ইকমার্স সাইটে) প্রার্থীরা অগ্রাধিকার। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২০ থেকে ২৮ বছর।

 

বেতন: ১০,০০০ – ১২,০০০/- (মাসিক )।

 

প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


মন্তব্য
জেলার খবর