সব বাধা অতিক্রম করে উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলবো: প্রধানমন্ত্রী

২৮ ডিসেম্বর ২০২২

তার সরকার সব বাধা অতিক্রম করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষুধা ও দারিদ্রমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার  স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার পঙতি তুলে ধরে বলেন, অসম সাহসে আমরা অসীম, সম্ভাবনার পথে ছুটিয়া চলেছি। এগিয়ে যাবে বাঙালি দুর্বার গতিতে। বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানী ঢাকার দিয়াবাড়ীতে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে এ সব কথা বলেন। উত্তরা সেক্টর-১৫ নম্বরের সি-১ ব্লকের খেলার মাঠে  এ সমাবেশ হয়।

বাংলাদেশ এখন দ্রুত গতিসম্পন্ন ট্রেনের যুগে প্রবেশ করলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে সারাবিশ্বে মর্যাদা পেয়েছি। আজ আরেকটি সাফল্য সংযোজিত হলো। তিনি জানান, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত  মোট ২১.২৬ কিলোমিটার পথ নির্মাণ হবে। এর মধ্য দিয়ে চারটি মাইলফলক অর্জিত হয়েছে। বৈদ্যুতিক ট্রেন মেট্রোরেল ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এর আগে, সকাল ১১টায় সমাবেশ স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে প্রতীকী ফলকে মেট্রোরেলের উদ্বোধন করেন।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর