মন্তব্য
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসছে ইংল্যান্ড। দীর্ঘ ছয় বছর পর তারা আসছে বাংলাদেশে। এবারের সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১ থেকে ১৪ মার্চ পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২০১৬ সালে তিন ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ হলেও এবারের সিরিজে নেই টেস্ট ম্যাচ।
মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:
ওয়ানডে:
প্রথম ওয়ানডে ১ মার্চ – মিরপুর
দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ – মিরপুর
তৃতীয় ওয়ানডে ৬ মার্চ – চট্টগ্রাম
টি-টোয়েন্টি:
প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ – চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি ১২ মার্চ – মিরপুর
তৃতীয় টি-টোয়েন্টি ১৪ মার্চ – মিরপুর