বাবা হারালেন চঞ্চল চৌধুরী

২৮ ডিসেম্বর ২০২২

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। এসময় তার বয়স হয়েছিল ৯৩ বছর। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরীর পারিবারিক বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি।

 

অভিনেত্রী শাহনাজ খুশি জানিয়েছেন,  হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে কাকুর (চঞ্চল চৌধুরী বাবা) লাশ ওইদিন রাতেই গ্রামের বাড়ি পাবনা জেলার কামারহাট গ্রামে নিয়ে যাওয়া হবে। বুধবার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হবে।

 

বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চঞ্চল চৌধুরীর বাবা।


মন্তব্য
জেলার খবর