ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশ্ববর্তী বুচা শহরে ৩২০ জনের মতো বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে রুশ বাহিনী- এমনটি দাবি করেছে সেখানকার স্থানীয় মেয়র। ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’র ‘ওয়ার্ল্ড টুনাইট’ নামের একটি অনুষ্ঠানে কথা বলার সময় এমন দাবি করেন মেয়র আনাতোলি ফেদোরুক।
এ সময় তিনি আরও দাবি করেন যে, রুশ বাহিনী কর্তৃক বেশ কয়েকজন বেসামরিক ইউক্রেনীয় নাগরিককে হত্যার ঘটনা তিনি নিজের চোখে দেখেছেন।
ফেদোরুক বলেন, “আমি এ রকম বেশ কয়েকটি ঘটনা দেখেছি। তিনটি বেসামরিক গাড়ি কিয়েভের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের নৃশংসভাবে গুলি করা হয়। সেখানে একজন গর্ভবতী নারীও ছিল। এ সময় তার স্বামী তাকে গুলি না করার জন্য চিৎকার করে অনুরোধ করছিলেন। কিন্তু তারা তাকে নির্মমভাবে গুলি করে।”
ফেদোরুক আরও অভিযোগ করেন, রুশ বাহিনী শহরটি দখলে নেওয়ার সময় স্থানীয় রাজনীতিকদের ধরে ধরে শিকার (হত্যা) করছিল।
এসময় তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে, যিনি মস্কোর সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছেন, বুচা শহরে এসে মৃতদেহগুলো দেখে যেতে এবং তাদের পরিবার, মা, স্বামীদের চোখের পানি ও যেসব শিশু এতিম হয়েছে, তাদের দেখার জন্য আহ্বান জানান।