আয়কর রিটার্ন ১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে

২৮ ডিসেম্বর ২০২২

বছরের শেষ দুই দিন- ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে ১ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে আয়কর রির্টান জমা দিতে পারবেন আয়করদাতারা। বুধবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মানবসম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার ।

আয়কর অধ্যদেশ অনুযায়ী, বছরের ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে এ সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করতে পারে এনবিআর। এবারও সময়সীমা  ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

 

এমকে


মন্তব্য
জেলার খবর