কাল চরফ্যাশনে তিন ইউপিতে ভোট

২৮ ডিসেম্বর ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

আগামীকাল বৃহস্পতিবার ভোলার চরফ্যাশন উপজেলার  জিন্নাগড়, নীলকমল ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট হবে। ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সার্বিক প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে ১১ জন, সাধারন সদস্য পদে ৯১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৪৬ হাজার ২ শ’ ৫১ জন।

এদিকে তিনটি ইউপির ২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তারপরও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী মাঠে থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স থাকবে। চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে। তিনটি ইউনিয়নে ভোট গ্রহন করা হবে ইভিএমে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর