মেসির হোটেল ‍রুম মিনি জাদুঘরে রূপান্তর করবে কাতার

২৯ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির ব্যবহৃত রুমকে মিনি জাদুঘর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে কাতার বিশ্ববিদ্যালয়। ফলে মেসির সে রুমটিতে সাধারণ কেউ আর থাকতে পারবে না। তবে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করার পর সেখানে সবাই যাওয়ার সুযোগ পাবে। খবর গোল ডট কমের।

 

কাতারের সংবাদ সংস্থা কিউএনএ বলেছে, ‘তারকা মেসির জিনিসপত্র ছাত্র ও দর্শকদের জন্য অপরিবর্তিত রেখে সেটিকে মিনি জাদুঘরে রূপান্তর করা হবে। এখন থেকে সেখানে কেউ থাকতে পারবে না। তবে ঘুরতে আসবেন।’

 

কাতার বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও জনসংযোগ পরিচালক হিটমি আল হিতমি বলেছেন, ‘মেসির জিনিসপত্র শিক্ষার্থী ও ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা হবে। যাতে যে মুহূর্তে মেসি এ কক্ষে শুয়ে বিশ্বকাপ পরিকল্পনা তৈরি করতেন, পরবর্তীতে সকলে যাতে সেই মুহূর্তটি উপলব্ধি করতে পারে।’

 

মেসির পায়ের যাদুতে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ভক্তদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো মেসির হাত ধরেই। সেই মুহূর্তটি স্মুতির পাতায় গেথে রাখতে কাতারের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছে ফুটবলপ্রেমীরা।  


মন্তব্য
জেলার খবর