মেট্রোরেল নিয়ে গান গাইলেন মমতাজ

২৯ ডিসেম্বর ২০২২

উদ্বোধন করা হয়েছে বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মেট্রোরেল উদ্বোধন করেন। প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের মেট্রোরেল নিয়ে সম্প্রতি একটি গান গেয়েছেন জনপ্রিয় গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম।

 

গানটির প্রথম দুই লাইন হলো- ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা।’ গানটির কথা, সুর এবং সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানকে উপলক্ষ্য করে গেয়েছেন তিনি।

 

মমতাজ জানান, দেশে মেট্রোরেল চালু হয়েছে ভেবে আমি ভীষণ আনন্দিত। এর মাধ্যমে নতুন এক অধ্যায়ে পা রেখেছি আমরা সবাই। কাঙ্ক্ষিত মেট্রোরেল নিয়ে গানটি গেয়ে ইতিহাসের অংশ হতে পেরে আনন্দ লাগছে। গানের মাধ্যমে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান তুলে ধরেছি। আমার বিশ্বাস শ্রোতারা গানটি ভীষণ উপভোগ করবেন।


মন্তব্য
জেলার খবর