১৬ বছরের পুরনো সঙ্গী হারালেন রকুল

২৯ ডিসেম্বর ২০২২

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রকুল প্রীত সিংহ। সম্প্রতি জ্যাকি ভগনানীর সঙ্গে নিজের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। কিন্তু তার কয়েক দিনের মধ্যে প্রিয়জনকে হারালেন অভিনেত্রী। দীর্ঘ ১৬ বছরের সঙ্গী। প্রাণপ্রিয় পোষ্য ব্লসমকে হারালেন রকুল।

 

প্রিয় পোষ্যর সঙ্গে পুরনো ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘‘ব্লসম, ১৬ বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে। অনেক আনন্দ, ভালোবাসা দিয়েছ আমাদের। তোমার সঙ্গে বেড়ে উঠেছি আমি। খুব মনে পড়বে তোমার কথা। একটা সুন্দর জীবন পেয়েছিলে তুমি। আমি খুশি যে তুমি কষ্ট পাওনি। তোমার আত্মার শান্তি কামনা করি। যেখানেই থেকো ভালো থেকো।’’ অভিনেত্রীর এ পোস্টে সমবেদনা জানিয়েছেন তার ভক্তরা।

 


মন্তব্য
জেলার খবর