২ কোটির বেশি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

২৯ ডিসেম্বর ২০২২

৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা দিয়ে দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে এ তেল বিক্রি হবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্ব করেন।

সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

সাইদ মাহমুদ খান বলেন, সরাসরি ক্রয় পদ্ধতিতে সেনা এডিবল অয়েল ইন্ডাস্টির কাছে থেকে ৪৪ লাখ লিটার  ও শুনশিং এডিবল অয়েল থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। সেনা থেকে কিনতে ৮১ কোটি ১৮ লাখ টাকা ও শুনশিং থেকে কিনতে  ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা, প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা। এ ছাড়া ওমানের জাদ আল রাহিল ইন্টারন্যাশনাল এলএলসি সুলতানাত থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা, প্রতি লিটারে খরচ হবে ১৩৭ টাকা ৯৪ পয়সা।

অন্যদিকে টিসিবির মাধ্যমে বিক্রির জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভারতের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস থেকে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর