নারী পোলিং এজেন্টের কারাদণ্ড, সহকারি প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

২৯ ডিসেম্বর ২০২২

নোয়াখালী প্রতিনিধি:

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলায় সুমি আক্তার নামের এক পোলিং এজেন্টকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে সহকারি প্রিজাইডিং অফিসার মো. আলী হোসেন (৪৮) কে তার নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর মুসলিম হাই স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ভোট প্রদানে অনিয়মের দায়ে বেলা সোয়া ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম সুমি আক্তারকে এ সাজা দেন। একই সঙ্গে ভোট গ্রহণ ও প্রদানে অনিয়ম করায়  মো. আলী হোসেনকে সহকারি প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সুমি আক্তার উপজেলার শিবপুর গ্রামের মনির চেয়ারম্যান বাড়ির রিয়াজ আহম্মেদের স্ত্রী।

রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম বলেন, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাদের এ সাজা দেন।

 

দেলোয়ার ইবনে হোসেন/এমকে


মন্তব্য
জেলার খবর