পৌষের মাঝামাঝিতে এসে জেঁকে বসছে শীত। কনকনে শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা আটের ঘরে নেমেছে, বিরাজ করছে চুয়াডাঙ্গায়- ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা চলতি শীত মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত ২৩ ডিসেম্বর নওগার বদলগাছিতে, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বৃহস্পতিবার দেশের বেশ কিছু এলাকায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।
আবহাওয়াবিদদের মতে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে যাওয়ায় তাপমাত্রার চেয়েও বেশি শীত অনুভূত হচ্ছে ঢাকাসহ বেশ কিছু অঞ্চলে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলা হচ্ছে- রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে। এ শৈত্যপ্রবাহ আগামীকাল অবধি অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমকে