নতুন দরে কেনাবেচা হবে সোনা

২৯ ডিসেম্বর ২০২২

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাড়ানো হয়েছে রেকর্ড পরিমাণ দাম। নতুন দাম শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে  কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তির তথ্যমতে,  ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়নো হয়েছে। প্রতি ভরি কেনাবেচা হবে ৮৮ হাজার ৪১৩ টাকা দরে। ২১ ক্যারেট ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৬ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৬০ হাজার ৩০২ টাকায় কেনাবেচা হবে প্রতি ভরি সোনা। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।  তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর