শুরুতেই ব্যাপক সাড়া

৩০ ডিসেম্বর ২০২২

রাজধানী ঢাকায় চলাচল শুরু করেছে স্বপ্নের মেট্রোরেল। সাধারণ যাত্রী বহনের প্রথম দিন বৃহস্পতিবার সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছে বিদ্যুৎচালিত এ রেল। এ ট্রেনে ভ্রমণের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাদের। গন্তব্যে পৌঁছানোর চেয়ে প্রথম দিনের অভিজ্ঞতা নিতে উৎসাহী মানুষের সংখ্যা ছিল বেশি।

প্রথম দিনে বিক্রি হয়েছে ৩ হাজার ৭৫৬টি একক যাত্রার টিকিট। যদিও শুরুর দিনে স্টেশনের গেট খুলতে দেরি হওয়া,  টিকিট বিক্রয় মেশিন এবং এন্ট্রি গেট মাঝেমধ্যে বিকল হওয়াসহ নানা ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। ভোগান্তির কারণে ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে প্রথম দিনের যাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।

এর আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। প্রথম যাত্রী হিসেবে এ দিন মেট্রোরেল ভ্রমণও করেন তিনি। আন্তর্জাতিক রেওয়াজ অনুযায়ী উদ্বোধনের পর দিন থেকে যাত্রী পরিবহন শুরু হয় মেট্রোরেলের।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রথমদিনে যাত্রীদের প্রত্যেকে ৬০ টাকা পরিশোধ করেছেন। এ সময়ে ৯৯টি ৫০০ টাকার এমআরটি পাস কার্ড সংগ্রহ করেছেন যাত্রী সাধারণ।

এদিকে টিকিট বিক্রয় ও রিচার্জ করার মেশিন তিনটি সাময়িক বিকল ছিল উত্তরা উত্তর স্টেশনে। ফলে রাস্তায় বিশাল লাইন পেরিয়ে  ভেতরে  ঢুকতেই হতাশ হতে হয়েছে যাত্রীদের। মেশিন বন্ধ থাকায় কাউন্টার থেকে টিকিট কাটতে হয়েছে তাদের। এতে পুনরায় লাইনে দাঁড়াতে সময় অপচয় হয়েছে।

জানা গেছে, মেট্রোরেল প্রতিদিন সকাল আটটায় থেকে যাত্রা শুরু করে চলবে বেলা ১২টা পর্যন্ত। মাত্র ১০ মিনিটেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পৌঁছা যাবে, এতে খরচ হবে মাত্র ৬০ টাকা । ১০ মিনিট পর ট্রেন ছাড়ছে, ট্রেন চলছে মোট ১০টি। মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মাঝে কোনো স্টেশনে আপাতত থামছে না। মেট্রোরেলে কোনও ধরনের পোষা প্রাণী বা বিপজ্জনক বস্তু বহন করা যাবে না। প্ল্যাটফর্ম ও মেট্রো ট্রেনে খাওয়া দাওয়াও নিষিদ্ধ। রেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, যাত্রাকালে কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর