তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় আন্তরিকভাবে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘ধীরে ধীরে আমাদের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলবে। তার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। আমরাও একদিন বিশ্বকাপ জিতব।’ বৃহস্পতিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ফিট থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি যত বেশি খেলাধুলার অনুশীলন করবেন, তত বেশি শ্রেষ্ঠত্ব অর্জন করবেন। তাই আমি আন্তরিকতা নিয়ে খেলতে বলব।’
খেলাধুলার বিষয়ে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন ‘জেলা পর্যায়ে এ পর্যন্ত প্রায় ৫৬টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। সরকারের প্রতিটি জেলায় সুইমিং পুল, শুটিং রেঞ্জ, স্পোর্টস কমপ্লেক্স ও ইনডোর স্টেডিয়াম স্থাপনের পরিকল্পনাও রয়েছে।’
দেশে ভালো ক্রীড়াবিদ নিশ্চিত করতে আমরা আটটি বিভাগেই বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।