ফুটবলকে বেশ ভালোবাসতেন তিনি। তবে ক্রিকেটাঙ্গনে মহাতারকা হয়েছেন তিনি। কথা হচ্ছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। ক্রিকেটে মহাতারকা হয়েও ফুটবলের প্রতি ভালোবাসা একটুও কমেনি। ধোনি আর্জেন্টিনার ফুটবল তারকা মেসির ভীষণ ভক্ত। এ কথা খোদ মেসি নিজেও জানতেন। তাই সদ্য বিশ্বকাপের শিরোপা জেতা এ ফুটবল কিংবদন্তি নিজের সই করা জার্সি পাঠালেন ধোনির মেয়ের কাছে।
বাবার মতো মেয়ে বিভাও ফুটবল ভালোবাসে। মেসির জার্সি পেয়ে বেশ আপ্লুত বিভা। সামাজিক মাধ্যম
ইনস্টাগ্রামে এর ছবি আপলোড করেছে। ছবির ক্যাপশনে জিভা লিখেছে, ‘যেমন বাবা, তেমনই মেয়ে’।
সেই ছবিতে দেখা গেছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ। সেদিকে আঙুল দেখাচ্ছে জিভা। আর্জেন্টিনা থেকে জিভার জন্য পাঠানো জার্সিতে মেসির সই ছাড়াও লিখেছেন, ‘পারা জিভা’ অর্থাৎ, ‘জিভার জন্য’।