প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পরীমনি

৩০ ডিসেম্বর ২০২২

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশে মেট্রোরেল সেবা আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রো স্টেশনের কয়েকটি ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এ নায়িকা।

 

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেল। ধন্যবাদ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টা ৫ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ১৫নং সেক্টরের খেলার মাঠে স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৮টায় প্রথম ট্রেনটি দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে আসে।

 

সম্প্রতি মা হয়েছেন পরীমনি। ছেলে নিয়েই বেশি সময় পার করছেন এ নায়িকা। অভিনয় থেকেও বেশ দূরে আছেন তিনি। পুরো সময় কাটছে ছেলে রাজ্যকে নিয়ে। তবে ২০২৩ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে তার অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ২০১৮-১৯ সালের সরকারি অনুদানের ছবি এটি।

 

বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। পরীমণি-সিয়াম ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকার এবং ২০ জনের বেশি শিশুশিল্পী।


মন্তব্য
জেলার খবর