কম্বোডিয়ায় হোটেলে আগুন লেগে ১০ জনের প্রাণহানি

৩০ ডিসেম্বর ২০২২

কম্বোডিয়ায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো ৩০ জন। দেশটির সীমান্তবর্তী শহর পোয়েপেটে হোটেল-ক্যাসিনো ভবনে লাগে বলে জানিয়েছে পুলিশ। খবর এএফপির।

 

এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার আনুমানিক সাড়ে ১১টায় দেশটির থাইল্যান্ডের সঙ্গে লাগোয়া সীমান্তে পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে আগুন লাগে।

 

পোয়েপেট নগর প্রশাসনের প্রধান এনহেম ফোয়েং বলেছেন, বৃহস্পতিবার সকালের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। ক্যাসিনোতে বেশির ভাগ কম্বোডিয়ান ও থাই কর্মচারী মারা গেছে। এ ছাড়া আহতদের থাইল্যান্ডের পার্শ্ববর্তী সা কাইও প্রদেশের অরণ্যপ্রথেত শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


মন্তব্য
জেলার খবর