চলতি বছরে ১৬৫টিরও বেশি শিশু হত্যা করেছে জান্তা সরকার

৩০ ডিসেম্বর ২০২২

মিয়ানমারের জান্তা সরকার চলতি বছরেই ১৬৫ জনেরও বেশি শিশুকে হত্যা করেছে। বিগত বছরের তুলনায় ৭৮ ভাগ বেড়েছে এ মৃত্যুর হার। দেশটির ন্যাশনাল ইউনিটি সরকার এ তথ্য জানিয়েছে।

 

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে ভিন্নমতাবলম্বীদের দমনে তৎপর দেশটির সেনা শাসক। বিক্ষোভ দমনে একের পর এক অভিযান চালিয়েছে জান্তা সরকার। সরকার বিরোধী আন্দোলনকারীদেরও হত্যা-গ্রেফতার চালায় তারা। তাদের এ দমন অভিযানে অসংখ্য সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে।

 

অ্যাসিটেন্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য মতে, মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর নিহত হয়েছে আড়াই হাজারের বেশি মানুষ।


মন্তব্য
জেলার খবর