জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ

০৬ এপ্রিল ২০২২

চলতি অর্থবছরে (২০২১-২২) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ। আগামী অর্থবছরে এ প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭ দশমিক ১ শতাংশে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। সংস্থাটির সদর  সদর দফতর ম্যানিলা থেকে বুধবার ( ৬ এপ্রিল) প্রতিবেদনটি  প্রকাশ হয়।

এডিবি জানায়, গত অর্থবছরে (২০২০-২১) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির এ হার ছিল ৬ দশমিক ৯ । চলতি বছরে এ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কিছু ঝুঁকির রয়েছে।  কারণ, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ব-অর্থনীতি যে চাপের মধ্যে পড়বে, আন্তর্জাতিক তেলের মূল্য বৃদ্ধি ও উচ্চ আমদানি ব্যয় বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে- তার ওপর নির্ভর করছে প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি। তাছাড়া করোনার নেতিবাচক প্রভাব কমে যাওয়ায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জীবনযাত্রার ব্যয় বাড়বে। ফলে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় অংকের ঘাটতি দেখা দিতে পারে। এটা ডলারের বিপরীতে টাকাকে দুর্বল করতে পারে। চলতি অর্থবছরে বাংলাদেশের মুদ্রাস্ফীতি ৬ শতাংশ হতে পারে, জানানো হয় প্রতিবেদনটিতে।

এমকে


মন্তব্য
জেলার খবর