মন্তব্য
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গুজরাট রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন মোদির মা মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।
ওদিকে মায়ের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন ভারতের প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রীরাও শোক প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন।
এমকে