নড়াইলে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু, নিখোঁজ ৫

৩০ ডিসেম্বর ২০২২

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা ঘাটে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একই পরিবারের ৫ জন নিঁখোজ রয়েছেন, দুর্ঘটনার পর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১০জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রীবহনের জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা।

মারা যাওয়া দুজন হলো- বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের মেয়ে, বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা (২৫) ও তাদের সন্তান নাসিম (৪)। পরিবারের সঙ্গে নবগঙ্গা নদীর ওপারে পারবাহিরডাঙ্গা গ্রামে মৃত স্বজনকে দেখতে যাচ্ছিল তারা।

জানা গেছে, নদী পার হওয়ার জন্য নৌকাটিতে পরিবারের ১৮ থেকে ২০জন ওঠেছিলেন। ঘাট ছাড়ার পরপরেই  নৌকা ডুবে যায়। এ সময় ১০ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকি পাঁচজন নিখোঁজ হন। কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ।

 

ফরহাদ খান/এমকে


মন্তব্য
জেলার খবর