বছরের শেষ সময়ে জাপান সাগরে দুইটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এ ক্ষেপনাস্ত্র নিক্ষেপের মধ্যদিয়ে দেশটিকে যেন যুদ্ধে আমন্ত্রণ জানাল পিয়ংইয়ং। স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় প্রথম ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে জাপানের কোস্ট গার্ড। দ্বিতীয়টি নিক্ষেপ করা হয় সকাল সোয়া আটটার দিকে। জাপান টাইমসের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বছরের শেষে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে দিয়ে এবছর ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এর মধ্যে ৮টি ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া তার সেনাবাহিনী নতুন সাজে সজ্জিত করার জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রেকে চাপে রাখতে একের পর এক পরিকল্পনা গ্রহণ করছে পিয়ংইয়ং সরকার।