বছরের শুরুতে কমতে পারে শৈত্যপ্রবাহ

৩১ ডিসেম্বর ২০২২

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ নতুন বছরের শুরুতে  কমে আসতে পারে। তবে শনিবার দেশে যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, সেই  তাপমাত্রা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস- পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এমকে


মন্তব্য
জেলার খবর