আজ রোববার (১ জানুয়ারি) সারা দেশে উদযাপিত হচ্ছে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হিসাবে, প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে শিক্ষার্থীদের মাঝে। এর আগে শনিবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, কেন্দ্রীয়ভাবে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে এবং মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসব গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হবে। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য যথাযথ মান বজায় রেখে পাঠ্যপুস্তক মুদ্রণ করেছে সরকার।
ওদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের জন্য তিনি খুবই খুশি। তার সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে। এ পর্যন্ত বিতরণ করেছে মোট ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১টি পাঠ্যপুস্তক।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রমুখ।
এমকে