প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের (২০২২ সাল) শেষ দিকে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের বুধবারের (৬ এপ্রিল) প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়, এ সংক্রান্ত প্রশ্নটি করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জমান সরকার।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উভয় প্রান্তে এপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কাপের্টিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মূল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং,গ্যাসের পাইপলাইন, ৪০০ কেভিএ বিদ্যুত এবং রেললাইন নির্মাণের কাজ চলছে। এ সেতু তার সরকারের সাহসী প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটি প্রকল্প- যোগ করেন শেখ হাসিনা।
এমকে