বছরের প্রথম দিনই বিস্ফোরণ ঘটলো আফগানিস্তানের রাজধানী কাবুলে। শহরটির একটি সামরিক বিমান ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। বিষ্ফোরণে অনেকের মৃত্যুর আশঙ্কা থাকলেও তা প্রকাশ করা হয়নি। এখনও পর্যন্ত কোনো গোষ্টী এ হামলার দায় স্বীকার করেনি।
জানা গেছে, রবিবার সকালে বিমানঘাঁটির বাইরে একটি জায়গায় বিস্ফোরণ হয়। সেই সময় বহু মানুষ ছিলেন সেখানে। ফলে অনেকেরই মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সকে তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি বলেন, ‘‘আজ সকালে কাবুলের সামরিক বিমানপোতের কাছে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে আমাদের নাগরিকদের মৃত্যু ঘটেছে। অনেকে আহতও হয়েছেন।’’ বিষয়টির নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করে বিবৃতি দেয়নি বলেন জানান তিনি।
সকাল ৮টা নাগাদ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়েছে। সামরিক বিমানবন্দর এলাকা ছেড়ে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না। ঢুকতে পারছেন না বাইরের কেউ।