যুকবদের ইউক্রেন যুদ্ধে অংশ নিতে নয়া কৌশল নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নববর্ষের আগে ইউক্রেনে যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের জন্য পুরোপুরি আয়কর মউকুফের ঘোষণা দিলেন।
গত সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে ‘রাশিয়ার অংশ’ বলে ঘোষণা করা ইউক্রেনের ৪ অঞ্চল— ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজায়ায় যে সব অসমারিক রুশ কর্মীকে পাঠানো হয়েছিল, তারাও কর মাফের আওতায় পড়বেন বলে জানিয়েছে পুতিন সরকার।
শুধু তাই নয়, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান জেনারেল সের্গেই সুরোভিকিন ঘোষণা করেছেন, যে রুশ যুবকেরা সেনায় যোগ দিয়ে ইউক্রেনের যুদ্ধে যাবেন, তারাও এ কর মাফের সুযোগ পাবেন।
প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধে অতিরিক্ত সেনা পাঠানোর লক্ষ্যে সেপ্টেম্বরে পুতিন বাধ্যতামূলকভাবে ‘সক্ষম’ যুবকদের সামরিক প্রশিক্ষণের কথা ঘোষণা করেছিলেন। এরপর নয়া ডিক্রি জারি করে বলা হয়েছিল, কোনো সেনা যুদ্ধে যেতে অস্বীকার করলে তার ১০ বছরের কারাবাসের সাজা হবে।