দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী শুক্রবার পর্দা উঠবে এবারের আসরের। কিন্তু গতবারের মতো এবারও টুর্নামেন্টের শুরুতে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এলিমিনেটর পর্ব পর্যন্ত এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) থাকবে। এলিমিনেটর পর্ব থেকে মিলবে পূর্ণ ডিআরএস সুবিধা।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এ সময় হক-আই আর ভার্চুয়াল-আই প্রযুক্তি পাওয়া যাচ্ছে না। সাধারণত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে ভার্চুয়াল-আই আনা হয়। আর হক-আই আনলে তাদের আগে নিশ্চিত করতে হয়। সে কারণে পুরো ডিআরএস এলিমিনেটর ও ফাইনাল ম্যাচে পাবো।’
গতবারের তুলনায় দ্বিগুণ প্রাইজমানি নিয়ে এবারের ৯ আসর। সর্বশেষ বিপিএলে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ দল প্রাইজমানি পায় ৫০ লাখ টাকা। এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি টাকা। সব মিলিয়ে প্রাইজমানি ৪ কোটি টাকার মতো থাকবে। ম্যান অব দ্য সিরিজ ১০ লাখ টাকা, সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকেও ভালো অঙ্কের অর্থ পুরস্কার দেওয়া হবে। বলে জানান ইসমাইল।