নিউজিল্যান্ডের অকল্যান্ডের কাছে হিবিসকাস উপকূলবর্তী এক রেস্তোঁরায় কাজ করতেন টম কারি। কিন্তু হঠাৎ করেই কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। চাকরি করার পরিবর্তে মোবাইল ফোনে ‘ডিজিটাল প্রাণী’খুঁজতেই তার আগ্রহ বেশি! আর তিনি ওসব প্রাণী খুঁজবেন ‘পোকেমন গো’গেমে!
বিবিসি নিউজবিটের সঙ্গে আলাপকালে টম কারি বলেন, 'আমি যখন অফিসে পদত্যাগপত্র জমা দেই তখন আমি ম্যানেজারকে জানাইনি যে আমি পোকেমনকে খুঁজতেই চাকরিটা ছাড়ছি। কিন্তু যখন আমার কথা অনেকেই জেনে গেল তখন আমি তাকে কল করলাম, মিডিয়া তার সঙ্গে যোগাযোগের আগেই আমি দারুণ সাড়া পেলাম ম্যানজারের কাছে থেকে। যেই সাড়া আমি আমার বন্ধু ও পরিবার থেকে পাইনি!'
'পোকেমন ট্রিপ যেন আমার দারুণ মজাদার হয় সেই কামনাই জানালো আমার ম্যানেজার'-বলেন টম কারি।
সূত্র: বিবিসি।
বাংলাদেশ২৪অনলাইন/আরআই/টিএম