জ্বালানির মূল্যবৃদ্ধিতে কাজাখস্তানে বিক্ষোভ-সহিংসতা, নিহতে সংখ্যা বেড়ে ২২৫

১৬ জানুয়ারী ২০২২

কাজাখস্তানে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। এরই জেরে দেশটিতে বিক্ষোভ চলছে। এতে সহিংসতার ঘটনাও ঘটছে। সহিংসতায় এ পর্যন্ত ২২৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে নিরাপত্তাবাহিনীর ১৯ সদস্যও রয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রসিকিউটর জেনারেল এ তথ্য জানিয়েছেন।

 

এতে জানানো হয়, বিক্ষোভের চূড়ান্ত সময়ে ৫ জানুয়ারি ৫০ হাজার মানুষের মধ্যে দাঙ্গা বাধে। এতে বেশ কয়েকটি বড় শহরের সরকারি ভবন, গাড়ি, ব্যাংক ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। বিক্ষোভের ঘটনায় প্রায় ১০ হাজার মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সরকারের দাবি হামলাকারীরা ছিল বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।

 

দেশটির প্রোসিকিউটর কার্যালয়ের এক প্রতিনিধি সেরিক শালাবায়েভ বলেন, জরুরি অবস্থা চলাকালে ২২৫টি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৯টি আইনপ্রয়োগকারী সংস্থা ও সামরিক বাহিনীদের সদস্যদের লাশ রয়েছে। বাকিগুলো সন্ত্রাসী হামলায় অংশ নেওয়া সশস্ত্র দস্যুদের লাশ বলে তিনি দাবি করেন। এই কর্মকর্তা বলেন, দুর্ভাগ্যবশত, বেসামরিক লোকজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর