মাছের ঘেরে হাঁস, দুই পক্ষের সংঘর্ষে নিহত- ১

০৬ এপ্রিল ২০২২

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপালে মাছের ঘেরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে ৷ বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উজলকুড় পিচপাকা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে ৷ মারা যাওয়া ব্যক্তির নাম ওমর ফারুক (৪৫), তিনি উজলকুড় ইউনিয়নের মৃত আমীর আলী ফকিরের ছেলে।

রামপাল থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম জানান, ওমর ফারুকের সঙ্গে একই গ্রামের সিদ্দিক শেখের ছেলে আলী শেখ , কালাম শেখ ও জামাল শেখের জমি সংক্রান্ত বিরোধ ছিল৷ ঘটনার দিন ওমর ফারুকের হাঁস তাদের মাছের ঘেরে যায়৷ এ নিয়ে বাকবিতন্ডায় একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষ জড়ায়। এ সময়  ওমর ফারুককে দা দিয়ে কুপিয়ে মারাত্নক জখম করে প্রতিপক্ষ ৷ পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল ৷

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর