মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার দিকে দৃষ্টি দিতে বললেন প্রধানমন্ত্রী

০১ জানুয়ারী ২০২৩

রপ্তানি করার পাশাপাশি নিজের দেশের বাজার যাতে সৃষ্টি হয় এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে, সেদিকেও দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, তাহলেই স্থানীয় শিল্প আরও কার্যকর হবে এবং উৎপাদন বাড়াতে পারবে। রোববার রাজধানী ঢাকায় মাসব্যাপী ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন- কূটনীতি এখন রাজনৈতিক নয়, হবে অর্থনৈতিক কূটনীতি। বিদেশে সব দূতাবাসকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।  প্রত্যেকটি দূতাবাস ব্যবসা-বাণিজ্য, রপ্তানি, কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি, কী রপ্তানি করা যায়, কোথা থেকে বিনিয়োগ আনা যায়- সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি জানান, দূতাবাস চেষ্টা করবে দেখবে- কোন দেশে কোন পণ্যের চাহিদা আছে। সেটাই রপ্তানির চেষ্টা করা হবে। এভাবেই বাণিজ্য বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্ব করেন। বক্তব্য দেন-  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন প্রমূখ।

এমকে


মন্তব্য
জেলার খবর