খোলা সয়াবিনের দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ

০১ জানুয়ারী ২০২৩

নতুন বছরের প্রথম দিন রোববার রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে  ২ দশমিক ৯৭ শতাংশ। এর বিপরীতে অবশ্য কমেছে খোলা আটার দাম- ৪ শতাংশ এবং ময়দার দাম ৩ দশমিক ৫২ শতাংশ। এ ছাড়া গত এক সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় আছে- বোতলের সয়াবিন তেল, দেশি ও আমদানির পেঁয়াজ,  হলুদ, জিরা, দারুচিনি, ধনে ও তেজপাতা। বিপরীতে  কমার তালিকায় আছে ফার্মের ডিম, দেশি আদা, রসুন, আলু, পাম অয়েল এবং চাল। সরকারি বিপণন সংস্থা টিসিবির তৈরি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সংক্রান্ত  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।

টিসিবির হিসাবে, খোলা সয়াবিনের দাম হয়েছে এখন লিটারপ্রতি ১৬৭ থেকে ১৮০ টাকা। দাম বৃদ্ধির আগের দর ছিল ১৬৭ থেকে ১৭০ টাকা। একইভাবে খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা, আগের দর ছিল ৬০ থেকে ৬৫ টাকা।  ময়দার কেজি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭২ টাকা, আগের দাম ছিল ৭০ থেকে ৭২ টাকা। কেজিপ্রতি প্যাকেট ময়দার দাম ১ দশমিক ২১ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮৫ টাকায়।

 

এমকে


মন্তব্য
জেলার খবর