বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

০২ জানুয়ারী ২০২৩

করোনা ও  ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে রেমিট্যান্স (প্রবাসীদের আয়) আসা বেড়েছে। রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে এটা জানা গেছে।  প্রতিবেদনের তথ্য বলছে, গেল ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের মাস নভেম্বরে এসেছিল ১৫৯ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। তাছাড়া গেল ডিসেম্বেরেও এসেছে তার আগের ডিসেম্বরের তুলনায় বেশি। ২০২১ সালের ডিসেম্বরে এসেছিল ১৬৩ কোটি মার্কিন ডলার।

হুন্ডি ঠেকাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নতুন কৌশলে নামায় বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। হুন্ডির মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের ২৩০ সুবিধাভোগীর অ্যাকাউন্ট সম্প্রতি  সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের বলা হয়েছে, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রতিশ্রুতি দিলে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।

গেল ডিসেম্বরে আসা রেমিট্যান্সকে বাংলাদেশি মুদ্রায় বিনিময় করলে (প্র‌তি ডলার ১০৭ টাকা ধরে) টাকার পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ১৮৬ কোটি । প্রতিবেদন পর্যালোচনা অনুযায়ী, চলমান অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর- এ ৬ মাসে  প্রবাসীরা  ১ হাজার ৪৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগের অর্থবছরের একই সময়ের পরিমাণটা ছিল ১ হাজার ২৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। সেই হিসাবেও রেমিট্যান্স বেশি এসেছে, পরিমাণে ২৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার।

ডিসেম্বরে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৬৫ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৭৬ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং  বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এসেছে। বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর