মন্তব্য
সরকারি এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হলেও বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দর নির্ধারণ করা হয়েছে, প্রতি কেজির দাম ১০২ টাকা ৭০ পয়সা। এখন থেকে বিভিন্ন পরিমাণের এলপি গ্যাসের সিলিন্ডারের দর নির্ধারিত হবে এ হিসাবেই। সেই সঙ্গে গাড়িতে ব্যবহৃত এলপি গ্যাসের (অটো গ্যাস) দামও নির্ধারণ করা হয়েছে। লিটারে ৩ টাকা কমে নতুন দর নির্ধারিত হয়েছে ৫৭ টাকা ৪১ পয়সা। সোমবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগে জানুয়ারি মাসের জন্য এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দরে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপি গ্যাসের দাম ৬৫ টাকা কমেছে, বিক্রি হবে ১ হাজার ২৩২ টাকায়। এত দিন বিক্রি হচ্ছিল ১ হাজার ২৯৭ টাকা।
এমকে