বিদেশিদের কাছেও বিএনপির রূপরেখা গ্রহণযোগ্য হয়েছে: আমির খসরু

০২ জানুয়ারী ২০২৩

আওয়ামী লীগ সরকার দেশকে গভীর সংকটে নিপতিত করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী  বলেছেন, এখান থেকে মুক্তি পেতে বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা বাস্তবায়ন করতে হবে। সাধারণ মানুষ বলছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তুলে ধরেছে বিএনপি। বিদেশিদের কাছেও এ ২৭ দফা গ্রহণযোগ্য হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সভায় এ সব কথা বলেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এ সভার আয়োজন করে।

রাষ্ট্র কাঠামো মেরামতে রূপরেখা প্রসঙ্গে   আমির খসরু আরো বলেন, এ রূপরেখা আওয়ামী লীগের মুখ বন্ধ করে দিয়েছে। এ ২৭ দফা রাজনৈতিক ফিলোসফি। এটা বাস্তবায়ন না হলে দেশ পরিচালনা সম্ভব না। দেশকে গভীর গর্ত থেকে তুলে আনতে হলে এ ২৭ দফার বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে আমির খসরু বলেন- দেশ কোনও পথে যাবে, সেটা নিয়ে মানুষ  এখন দ্বিধায় আছে। বিদেশিরাও উদ্বিগ্ন। কারণ দেশ এখন ফ্যাসিস্ট হয়ে গেছে।

 সভায় ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন– বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ হোসেন, সদস্য সচিব কাদের গণি চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর