বর্ণাঢ্য আয়োজনে ৩ জানুয়ারি পুলিশ সপ্তাহ শুরু

০২ জানুয়ারী ২০২৩

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলতি বছরের পুলিশ সপ্তাহ  শুরু হচ্ছে  আগামীকাল মঙ্গলবার (৩ জানুয়ারি)। এদিন সকাল ১০টায় রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আয়োজন শেষ হবে হবে ৮ জানুয়ারি।  সোমবার (২ জানুয়ারি) পুলিশ সদর দফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সপ্তাহের বিভিন্ন অধিবেশনে গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।  এদিকে প্রতিবারের মতো এবারও পুলিশ সপ্তাহে পেশাগত দায়িত্বে কতিৃত্বপূর্ণ অবদান রাখায় ১১৫ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৫ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক’; ২৫ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’; গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক-সেবা’ এবং ৫০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী  পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।

এমকে


মন্তব্য
জেলার খবর