সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পঞ্চগড়, মৌলভীবাজর ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বর্তমানে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার এ অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। সোমবার (১জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে তেঁতুলিয়ায়- ৯ ডিগ্রি সেলসিয়াস । এছাড়া শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫, রাজারহাটে ৯ দশমিক ৬, ডিমলায় ১০ দশমিক ৪, ঈশ্বরদীতে ১০ দশমিক ৫, দিনাজপুর ও বদলগাছীতে ১০ দশমিক ৬, রাজশাহী, ময়মনসিংহ ও ফেনীতে ১১, চুয়াডাঙ্গা ও রংপুরে ১১ দশমিক ২, সীতাকুন্ডে ১১ দশমিক ৫, নেত্রকোনায় ১১ দশমিক ৬ এবং কুমিল্লায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। এ সব এলাকায় শীতের তীব্রতা বাড়ছে।
এদিকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এমকে