গত ৮ বছরের মধ্যে গত বছরে সড়ক দুর্ঘটনায় রেকর্ড প্রাণহানি ঘটেছে। গতবছরে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৯ হাজার ৯৫১ জনের। আর আহত হয়েছেন ১২ হাজার ৩৫৬ জন। এর বাইরে রেলপথে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত হয়েছেন, ২০১ জন আহত এবং নৌ-পথে ২৬২টি দুর্ঘটনায় ৩৫৭ নিহত, ৩১৮ জন আহত হয়েছে। দুর্ঘটনা সংক্রান্ত নিজেদের বার্ষিক এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার (২ জানুয়ারি) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথে দুর্ঘটনার সংবাদ থেকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। বলা হয়, ২০২১ সালের চেয়ে ২০২২ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে ১৯ দশমিক ৮৯ শতাংশ, সেই সঙ্গে প্রাণহানিও ২৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।সড়কে যানবাহন বাড়ার পাশাপাশি ইজিবাইক, মোটরসাইকেল ও ত্রি-হুইলার চলাচলে সরকারি আদেশ উপেক্ষিত হওয়ায় গত বছর সড়কে সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে বরাবরের মতো এবারও সেই একই পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এমকে