মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে নানা চালতা গাছের ডালপালা কাটার সময় মাথার ওপরে চালতা পড়ে ইকরা (৫) নামের তার এক নাতনীর মৃত্যু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দুপুর ২টার দিকে চালতা পড়লে সে গুরুতর আহত হয়।
ইকরা চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওসমান গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী ইব্রাহিম খলিলের ছোট মেয়ে। দুই বোনের মধ্যে সে ছোট।
ইকরার পরিবার জানায়, তার নানা আবুল কাশেম বাড়ির বাগানে চালতা গাছের ডালপালা কাটছিল। চালতা পড়ার পরে তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানার অফিসার ইানচার্জ মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান শাহীন/এমকে